||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়া পৌরসভা নিবাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য ৪জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগ। রোববার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময়সভায় সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী এই ৪ প্রার্থীর নাম ঘোষণা করেন।
সভায় বগুড়া পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে মিনিয়ারা বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে হোসনে আরা হাসি, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে ফাতেমা বেগম ছন্দ এবং ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে স্বপ্না চৌধুরীকে মহিলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

দলীয় সভাপতি অধ্যক্ষ শেফালী জানান, বগুড়া পৌরসভার বাকি ৩টি সংরক্ষিত নারী আসনে দল সমর্থিত প্রার্থীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।
এই মতবিনিময়সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি চামেলী খাতুন, রুমু আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসনা খাতুন, দফতর সম্পাদক নাজমা পারভিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক কোহিনুর বেগম, সদস্য ফাতেমা বেগম ছন্দ, পিংকি, শহর শাখার সভাপতি বিলকিছ বেগম, সাধারণ সম্পাদক হোসনে আরা হাসি, রেশমা, মাহফুজা, রেকসনা প্রমুখ।
এমএইচ//