||বঙ্গকথন প্রতিবেদন||
করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন বগুড়ার ৬৮ জন গণমাধ্যমকর্মী। সোমবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টের সভাকক্ষে তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।
বগুড়া সাংবাদিক ইউনিয়ন-বিইউজের সহযোগিতায় চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। বিইউজে’র সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ ও জিএম সজল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাবেক সভাপতি প্রদীপ ভট্রাচার্য শংকর এবং শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক।
বিইউজে’র সাধারণ সম্পাদক জেএম রউফ জানান, করোনাকালে উদ্ভুত বাস্তবতায় বগুড়ার ৬৮ জন সাংবাদিক প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য মনোনীত হন। তাদের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে।
এসআর/এমএইচ/২১.০৯.২০২০/