||বঙ্গকথন প্রতিবেদন||
করোনাকালীন স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় বগুড়ায় অন্তত অর্ধশত নাগরিককে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার শহরের প্রবেশমুখ মাটিডালি বিমান মোড় এলাকা এবং সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় আদালত পরিচালনা করে এসব দণ্ড দেন জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মাটিডালি বিমানমোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। এসময় মাস্ক না পরায় তিনি ১৭ জনকে অর্থদণ্ড এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পথচারীদের পাশাপাশি মাস্ক ছাড়া যাত্রী পরিবহণ করায় বেশ কয়েকজন পরিবহণ চালককেও এসময় অর্থদণ্ড দেয়া হয়।

অন্যদিকে শহরের জিরোপয়েন্ট সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকাতেও স্বাস্থ্যবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে বুধবার। এই অভিযানে জেলা প্রশাসের নির্বাহী ম্যাজিস্টেট পাপিয়া সুলতানা ও নাসিম রেজা সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন-২০১৮ মোতাবেক ৩০ জনকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড এবং ২ জনকে ১ দিন করে কারাদণ্ডাদেশ দেন।
এর আগে মঙ্গলবার মাস্ক না পড়ায় ৫ জনকে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এমএইচ//