||বঙ্গকথন প্রতিবেদন||
মাঝখানে বেশ লম্বা সময় নিম্নমুখী থাকার পর বগুড়ায় আবারো বাড়তে শুরু করেছে কোভিড নাইনটিনের সংক্রমণ। গেলো ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের শরীরে। স্থানীয় স্বাস্থ্যবিভাগ বলছে, গেলো সপ্তাহের শেষদিক থেকে উত্তরের এই জনপদে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে।
ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার দুপুরে জানান, জেলার দুটি পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় পরীক্ষা হওয়া ২০৫টি নমুনার মধ্যে ৪৫ জনের করোনার শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪৪ জন-ই বগুড়ার সদর উপজেলার বাসিন্দা, বাকি জনের বাড়ি ধুনট উপজেলায়।
ডাক্তার তুহিন আরো জানান, শনাক্তের বিবেচনায় বগুড়ায় আক্রান্তের হার ২১ দশমিক ৯৫ শতাংশে উঠে গেছে। কিছুদিন আগেও এই হার ১৫ শতাংশের নিচে ছিলো। গত ১ এপ্রিল থেকে শুরু করে এ পর্যন্ত এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪১৬ জনের শরীরে, যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৯৬ জন।
এমএইচ//