||বঙ্গকথন প্রতিবেদন||
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বগুড়ায় ট্রাকে করে নারীর প্রতি সহিংসতা বিরুদ্ধে প্রচারাভিযান চালিয়েছে বেসরকারি সংস্থা লাইট হাউজ। বুধবার সকালে জেলা প্রশাসক জিয়াউল হক এই প্রচারাভিযানের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন লাইট হাউজের নির্বাহী প্রধান হারুন-অর-রশিদ, পরিচালক ওয়াহিদা ইয়াসমিন, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, সাংবাদিক নাছিমা সুলতানা ছুটু, সদর থানার উপ-পরিদর্শক রোজিনা বেগমসহ নারী সংগঠকরা।
আলোচনা শেষে বগুড়া শহর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে দিনব্যাপী প্রচারাভিযানের জন্য বের করা হয় সুসজ্জিত ট্রাক। লাইট হাউজের কর্মকর্তারা জানান, এর আগে গত ২৫ নভেম্বর কক্সবাজারে এই প্রচারাভিযানের সূচনা হয়। সারাদেশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পর বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলায় প্রচারাভিযানের মধ্য দিয়ে শেষ হবে পক্ষব্যাপী এই কর্মসূচি।
এমএইচ//