||বঙ্গকথন প্রতিবেদন||
দেশের অন্যান্য স্থানের মতো নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ হয়েছে বগুড়াতেও। শনিবার সকালে শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে এই সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ।
পুলিশ সুপার আলী আশরাফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাছুদুর রহমান মিলন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে প্রত্যেক পরিবারেই সমান সচেতনতা বাড়াতে হবে। সম্মিলিত সামাজিক প্রতিরোধ ছাড়া কেবল আইন দিয়ে এমন নিপীড়ন নির্মূল করা কঠিন বলেও মন্তব্য করেন বক্তারা।
এমএইচ/