||উপজেলা প্রতিবেদক, সোনাতলা (বগুড়া)||
নিখোঁজের পরদিন বগুড়ার সোনাতলায় ডোবা থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার নওদাবগা পূর্ব পাড়া এলাকার একটি ডোবা থেকে আবদুর রহিম (২৮) নামের এই দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বঙ্গকথনকে জানান, উপজেলার শিহিপুর গ্রামের মোজাহার আলীর ছেলে আবদুর রহিম শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরুবার পর থেকে নিখোঁজ ছিলো। শনিবার সকালে নওদাবগা পূর্ব পাড়া এলাকার একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এই কর্মকর্তা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, আবদুর রহিমকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দেয়া হয়েছে।
মেহেরুল সুজন/বগুড়া ব্যুরো/১১.০৭.২০২০।