উপজেলা প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ার নন্দীগ্রামে একসাথে বসে চা পান করার সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। শনিবার উপজেলার কুন্দারহাট বাজারে এই ঘটনার পর উপজেলার চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ থানায় অভিযোগ দিয়েছেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুন্দারহাট বাজারে চা পানের সময় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জুলফিকার জিন্নাহের কলার চেপে ধরে তাকে মারতে উদ্যত হন। পরে নেতাকর্মীরা তাকে নিবৃত্ত করেন। বিকেলে উপজেলা চেয়ারম্যান তাকে লাঞ্ছিত করার লিখিত অভিযোগ করেছেন থানায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী দাবি করেছেন, সম্প্রতি উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধুর মাজার জিয়ারত নিয়ে কটুক্তি করেছেন। তাই তাকে মারতে উদ্যত হয়েছিলাম। অবশ্য উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত নিয়ে কোনো কটুক্তি করেন নি। জুলফিকার ব্যক্তিগত আক্রোশ থেকে এমন আচরণ করেছেন। পুলিশকে জানিয়েছি তারা বিষয়টি তদন্ত করে দেখবে। #
মেহেরুল সুজন/বগুড়া ব্যুরো/২৯.০৮.২০২০।