||বঙ্গকথন প্রতিবেদন||
শতাধিক কৃষি উদ্যোক্তাকে নিয়ে ‘উদ্যোক্তা কৃষক সমাবেশ’ হয়েছে বগুড়ায়। মঙ্গলবার শহরের একটি রেস্টুরেন্টে এই সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিসেফ ফাউন্ডেশন, বিকশিত বাংলাদেশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহাদাৎ হোসেন ঝুনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, কৃষি সংগঠক রেজাউল করিম সিদ্দিক ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর।
আয়োজকরা জানান, এই সমাবেশে বগুড়া ও আশপাশের অঞ্চলের ১শ’র বেশি কৃষি উদ্যোক্তা অংশ নিয়েছেন। সমাবেশের মধ্য দিয়ে আগ্রহী কৃষি উদ্যোক্তাদের সহজশর্তে ও সল্পসুদে কৃষি ঋণ প্রদানে সহায়তা করবে এই তিন প্রতিষ্ঠান।
এমএইচ//