ফ্রান্সের রাস্তায় ‘আল্লাহু আকবর’- প্রতিধ্বনি তুলে কলেজ শিক্ষককে জবাই

0 523

হত্যাকারি ১৮  বছর বয়সী যুবক পুলিশের গুলিতে নিহত

।। গণমাধ্যম প্রতিবেদন ।।

ফ্রান্সে স্থানীয় সময় শুক্রবার রাতে  জঙ্গিবাদ সমর্থক ১৮  বছর বয়সী এক যুবক প্যারিসের রাস্তায় এক কলেজ শিক্ষক কে জবাই করে হত্যা করেছে । এ ঘটনার সাথে জড়িত সন্দেহে  ৯ জনকে আটক করেছে পুলিশ । প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ইতিহাসের শিক্ষক ঐ ব্যাক্তিকে হামলাকারি যুবক আল্লাহু আকবর বলতে বলতে জবাই করে ।

হামলার নেপথ্যে আরো কেউ ছিলো কিনা তা জানতে চেচনিয়া বংশোদ্ভূত ওই যুবকের চার আত্মীয়সহ নয়জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । ঘটনার পরপরই পালিয়ে যাবার সময় পুলিশের গুলিতে নিহত হয় আততায়ি যুবক ।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই মাসের প্রথমদিনে তিনি তার মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক ক্লাসে মহানবী হযরত মোহাম্মদ(সাঃ)-এর কার্টুন দেখিয়েছিলেন শিক্ষার্থীদের৷

ফ্রান্সের মুসলিম নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতি, মত প্রকাশের স্বাধীনতায় আঘাত হেনেছে এটি৷

বোর্দো মসজিদের ইমাম তারেক ওব্রু সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘একজন নিরপরাধ মানুষকে হত্যা করা কোন সভ্য মানুষ করতে পারে না, এটি বর্বরদের কাজ৷”  ইসলামি জঙ্গিরা এবং তাদের মতাদর্শকে যারা মেনে চলে, সেই সব মানুষ ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তিকে ধ্বংস করছে বলে মন্তব্য করেন তিনি৷

তারেক আরও বলেন, ‘‘যেসব দিনে হামলা হয় না, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই৷ এই  ধরনের ঘটনা সমাজ, শান্তি এবং ধর্ম, যা আমাদের একত্রিত করে, তার উপর হামলা৷”

সূত্র/ পিবি/জেডএ (এপি, এএফপি, রয়টার্স)

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More