ফের রিপাবলিকানের মনোনয়ন পেলেন ট্রাম্প
বিদেশ-বিভূঁই প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের নির্বাচনে ফের রিপাবলিকান পার্টির হয়ে মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার নর্থ ক্যারোলাইনার শারলটে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করে রিপাবলিকানরা। এ মনোনয়নের মধ্যে দিয়ে আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আসছে নভেম্বরের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়নে আনুষ্ঠানিকভাবে জয়ী হয়েছেন তিনি।
এর আগে ট্রাম্পের অভিশংসন ইস্যুতে নাম উঠে আসে জো বাইডেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপের সময় ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনও তার ছেলের করা দুর্নীতির পুনরায় তদন্তের জন্য চাপ প্রয়োগ করেন। ট্রাম্প আসন্ন নির্বাচনে নিজের আখের গোছাতে এবং ক্ষমতা ধরে রাখতেই এ কাজ করেন বলে বিশ্লেষকরা মন্তব্য করেছিলেন।