ফের ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর ৫ গ্রাম প্লাবিত

0 490

ফেনী সংবাদদাতাঃ

ফের ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বেড়িবাঁধের দুইটি স্থানে বাঁধ ভেঙে অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। নষ্ট হয়েছে গ্রামীণ সড়ক, ফসলি জমির পাকা আমন ধানসহ শীতের সবজি। এতে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর ও ঘনিয়া মোড়া, শাহাপাড়া, শ্রীপুরসহ অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জহির উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (৩১ অক্টোবর) দিনভর বৃষ্টি শেষে মধ্য রাতে ভারতের পাহাড়ি ঢলে আসা পানির প্রবল চাপে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর দৌলতপুর এলাকায় ভাঙন দেখা দেয়। রবিবার (১ নভেম্বর) সকালের দিকে এই এলাকার ওই বাঁধ ভাঙার ঘটনা ঘটে। ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি এখন বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম অভিযোগ করেন, এর আগে গত ১২ জুলাই মুহুরী নদীর ৬ স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ১৩টি গ্রাম প্লাবিত হয়। পানি নেমে গেলে দায়সারাভাবে বাঁধ মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। ফলে মুহুরী নদীতে পানির চাপ একটু বাড়তেই সেই বাঁধ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আবারও সেই একই স্থানগুলোতে ভাঙন দেখা দিয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জহির উদ্দিন বলেন, প্রবল পানির স্রোতের ফলে ভাঙন অংশ মেরামত করা যাচ্ছে না। পানি কমলে দ্রুত বাঁধ সংস্কার করা হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More