।। বঙ্গকথন খেলার মাঠ ।।
করোনাকালীন দীর্ঘ বিরতির পর আগামী রোববার থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। নিজেদের মধ্যকার তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হবে রোববার দুপুর দেড়টা থেকে।
এর মধ্যেই সুসংবাদ পেলেন জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রেসিডেন্ট কাপে রিয়াদ একাদশের হয়ে খেলার অপেক্ষায় আছেন তিনি। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে এ খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’
পরে আরেকটি পোস্টে পুত্র সন্তানের সাথে নিজের ছবি ও আপলোড করেন মিরাজ।
গত বছরের ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিরাজ।