বঙ্গকথন প্রতিবেদন
চুয়াডাঙ্গার দুই মাদক কারবারিকে ২৬ কেজি গাঁজাসমেত আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১২’র একটি আভিযানিক দল। পাথর ভর্তি ট্রাকের ভেতরে কৌশলে ওই দুই কারবারি গাঁজাগুলো বহন করছিলো। সোমবার গভীর রাতে শহরের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে তাদের আটক করেন র্যাব সদস্যরা।
র্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি স্বজল কুমার সরকার জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে র্যাব সদস্যরা বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এসময় পাথর বোঝাই একটি ট্রাক থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক করা হয় মাদক কারবারি আজাদ হোসেন (৩৩) ও স্বজল হোসেন (২৬) কে।

তিনি আরো জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা এই দুই মাদক কারবারি পণ্যবাহী ট্রাকে করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এমএইচ//