বঙ্গকথন প্রতিবেদন
পাট, পাটশিল্প ও পাটচাষী রক্ষায় সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি হয়েছে বগুড়ায়৷ রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার, পিপিপি বা লীজ না দিয়ে আধুনিকায়ন করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু করাসহ সরকারি-বেসরকারি সব পাটকলে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করার দাবিতে রোববার এই কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোটের বগুড়া শাখা।
বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার সমন্বয়ক সিপিবি জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য দেন বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, গণসংহতি আন্দোলন বগুড়া জেলার সমন্বয়কারী কমরেড আব্দুর রশিদ, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ জেলা শাখার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার সভাপতি ধনঞ্জয় বর্মন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সাদ্দাম হোসেন৷
সমাবেশে কমরেড জিন্নাতুল ইসলাম বলেন, পাটকল বন্ধ হলে শুধুমাত্র ৫০ হাজার পাটকল শ্রমিকরাই ক্ষতিগ্রস্থ হবে না, এর সঙ্গে ৪০ লাখ পাটচাষী ও পাট চাষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ৪ কোটি মানুষও ক্ষতিগ্রস্থ হবে। ক্ষতিগ্রস্থ হবে দেশের জাতীয় অর্থনীতি।
সংহতি সমাবেশ থেকে এই শিল্প ও শ্রমিক-কৃষকের স্বার্থে পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ পাটখাতকে রক্ষায় দেশপ্রেমিক সব মানুষকে আন্দোলনে নেমে আসার আহ্বান জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা।