‘পরিচালক’ পরিচয়ে আসছেন কাজী মারুফ

0 620

সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন

ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ইতিহাস’ দিয়ে নায়ক হিসেবে দেশব্যাপী পরিচিতি পান কাজী মারুফ। এরপর উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা।

এর মধ্যে রয়েছে- ‘অন্ধকার’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘দেহরক্ষী’ উল্লেখযোগ্য। ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও ২০১৫ সাল থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি। বিয়ে করে আমেরিকায় বসবাস শুরু করেন।

এবার সিনেমার কাজে দেশে ফিরছেন মারুফ। তবে নায়ক হিসেবে নয়, পরিচালক হিসেবে পাওয়া যাবে তাকে। খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্রকার আব্দুল্লাহ জহির বাবু। মারুফ বলেন, ‘অনেক দিনের ইচ্ছে সিনেমা নির্মাণের। নির্মাণ নিয়ে পরিকল্পনাও কম করেনি। অবশেষে প্রযোজকও পেয়ে গেলাম। সেপ্টেম্বর থেকেই শুটিং শুরুর ইচ্ছে আছে। পুরো সিনেমার শুটিং হবে যুক্তরাষ্ট্রে। ’ 

জানা গেছে, বাংলা ও ইংরেজি ভাষাতে নির্মিত হবে এই সিনেমা। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশেও এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমা-সংশ্লিষ্টদের।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More