||উপজেলা প্রতিবেদক, কাহালু (বগুড়া)||
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বগুড়ার কাহালু উপজেলায় কমিউনিটি সচেতনতামূলক সভা করেছে কাহালু থানা পুলিশ। সোমবার কাহালু পৌরসভার সাগাটিয়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
কাহালু থানার নারী ও শিশু ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গুলবাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার আহম্মেদ রাজিউর রহমান। সভায় বক্তব্য দেন কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, ইউএনএফপিএ বগুড়ার প্রতিনিধি তামিমা নাসরিন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রওশন আরা, পৌরসভার কাউন্সিলর ফেরদৌস আলম, আছমা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাকসুদুর রহমান, কাহালু প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান তানসেন, সাংবাদিক ইউনুস আলী টনি প্রমুখ।
উপজেলা//এমএইচ