উপজেলা প্রতিবদক, নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যুতে এখনো মামলা হয়
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যুতে শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয় নি। দাফন শেষে থানায় গিয়ে নিহতদের স্বজনদের মামলা দায়েরের কথা থাকলেও শনিবার দুপুর পর্যন্ত তারা মামলা দায়েরের জন্য যান নি বলে জানিয়েছে পুলিশ।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় তারা জানিয়েছিলেন দাফন শেষে তারা থানায় গিয়ে মামলা করবেন। কিন্তু এখনো তারা অভিযোগ নিয়ে থানায় অাসেন নি।
এই কর্মকর্তা জানান, বিকেলে মরদেহ দুটি হস্তান্তর করা হলেও তাদের দাফন করা হয় রাতে। স্থানীয়ভাবে জেনেছি, তারা মামলা দায়েরের বিষয়টি নিয়ে রাতে স্বজন ও প্রতিবেশীদের নিয়ে বৈঠক করার পর মরদেহ দাফন করেছেন।