উপজেলা প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ার নন্দীগ্রামে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চাপিলাপাড়া এলাকা থেকে মাদকসহ শামীমকে গ্রেফতার করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, উপজেলার বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামে ছদ্মবেশে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় শামীম হোসেনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। চাপিলাপাড়ার জয়নাল আবেদিনের ছেলে শামীম দীর্ঘদিন ধরে কৌশলে এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলো। বেশ ক’বার চেষ্টা করেও তাকে আটক করা যাচ্ছিলো না। রোববার বিকেলে মাদক কারবারি শামীম হোসেনকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।