উপজেলা প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ার নন্দীগ্রামে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার খেংসর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, বুড়ইল ইউনিয়নের খেংসর গ্রামের চান মিয়ার ছেলে ফেরদৌস আলম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় সেখান থেকে ১০ ও ৭ ফুট লম্বা ২টি গাঁজার গাছের সন্ধান মেলে। আটকের পর ফেরদৌস গাঁজার গাছ দুটি রোপনের কথা স্বীকার করে পুলিশের কাছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সোমবার ফেরদৌস আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।