বঙ্গকথন প্রতিবেদন
নওগাঁ থেকে বগুড়ায় এসে গাঁজা বিক্রির সময় ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানি। রোববার জেলার আদমদীঘি উপজেলা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করেন র্যাব সদস্যরা।

র্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার স্বজল কুমার সরকার জানান, নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের দুই মাদক কারবারি রায়হান সরকার (২২) ও রুহুল আমিন (২১) দীর্ঘদিন ধরে সান্তাহার ও আদমদীঘির বিভিন্ন এলাকায় গাঁজা কেনাবেচা করে আসছিলো। রোববার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র বগুড়া কোম্পানির একটি দল আদমদীঘি বাজার এলাকায় জনতা ব্যাংকের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ রায়হান ও রুহুলকে আটক করে। পরে আটক দুই মাদক কারবারিকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।