||উপজেলা প্রতিবেদক, ধুনট (বগুড়া)||
বগুড়ার ধুনটে মা ফাতেমা (রা.) জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসকরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কলেজ রোড এলাকায় হাসপাতালটি উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও পপি রানী পোদ্দার, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, হাসপাতালটির পরিচালক ফেরদৌস আলম, মাসুদুর রহমান, শামীম হোসেন, সাইফুল ইসলাম, শারমীন আক্তার, সাবরীনা আকতার, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম।
আরএ-উপজেলা//এমএইচ//