ধুনটে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান শুরু

0 480

||উপজেলা প্রতিবেদক,ধুনট (বগুড়া)||
বগুড়ার ধুনট উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুনর্বাসন ও প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ৪৩০জন কৃষকের হাতে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও সার তুলে দেয়া হয়।

ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More