বঙ্গকথন প্রতিবেদনঃ
গ্যালারিতে বসে প্রথম ম্যাচে সতীর্থদের চোখধাঁধানো ফুটবল দেখেছিলেন। সুইডেনের বিপক্ষে মাঠে নেমে নিজেই আলো ছড়ালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দুর্দান্ত ফ্রি-কিকে গোলের শতক ছোঁয়ার পর দ্বিতীয়ার্ধে করলেন আরেকটি চমৎকার গোল। উয়েফা নেশন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেল পর্তুগাল।
সোলনায় মঙ্গলবার ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলা সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
দাপুটে ফুটবলে ক্রোয়াটদের ৪-১ গোলে উড়িয়ে আসর শুরু করা পর্তুগালের প্রথমার্ধের পারফরম্যান্স অতটা আহামরি ছিল না। তবে, দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরা দলটির সামনে কোনো বাধাই দাঁড় করাতে পারেনি সুইডেন।
২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো তারা; কিন্তু ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের দারুণ বাঁকানো ক্রসে গোলমুখে বলে পা লাগাতেই পারেননি পেপে। পাঁচ মিনিট পর কর্নারে রোনালদোর নিচু শট দারুণ ক্ষিপ্রতায় পা দিয়ে ঠেকান গোলরক্ষক রবিন ওলসেন।
৪০তম মিনিটে ওলসেনের দৃঢ়তায় অপেক্ষা বাড়ে আন্তর্জাতিক ফুটবলে শততম গোলের পথে থাকা রোনালদোর। ফের্নান্দেসের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শট নেন তিনি; দারুণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।
পাঁচ মিনিট পরই জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রায় ২৫ গজ দূর থেকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন তিনি। ১৬৫ ম্যাচ খেলে দারুণ এই কীর্তি গড়লেন ইউভেন্তুস তারকা।