ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে জয়ী নৌকার হাবিব

0 501

||বঙ্গকথন প্রতিবেদন||

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়। এছাড়া নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৪টি ওয়ার্ডে মোট ২শ’১৭টি কেন্দ্রে ইভিএম-এ নেয়া হয় ভোট। দিনের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা যায়। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই ভোটগ্রহণ চলে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১শ’৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন; নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

নির্বাচনে লড়েন ৬ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপি’র এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপি’র মো. মহিববুল্লা বাহার।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More