||উপজেলা প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া)||
সংক্রামক রোগ আইন অমান্য করে বগুড়ার শিবগঞ্জে টিকিট কেটে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাংনগর উচ্চ বিদ্যালয় মাঠে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।
আলমগীর কবির জানান, সম্প্রতি গাংনগর এলাকার ধ্রুবতারা স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার থেকে টুর্নামেন্টে দর্শকদের জন্য টিকিট কেটে খেলা দেখার ব্যবস্থা শুরু হলে বিকেলে ওই বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায়। কয়েক হাজার মানুষ ন্যুনতম স্বাস্থ্যবিধি না মেনে খেলা দেখার জন্য জড়ো হয়েছিলো সেখানে।

তিনি আরো জানান, পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন-২০১৮ মোতাবেক আয়োজক কমিটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ এবং টুর্নামেন্ট বন্ধের নির্দেশনা দেয়া হয়।
উপজেলা//এমএইচ