||বঙ্গকথন প্রতিবেদন||
টাঙ্গাইলে মেসার্স এভারগ্রীন ল্যাবরেটরীজ নামের একটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের মালিককে ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ওষুধ ও নকল লেভেল তৈরি এবং অনুমোদনহীন কেমিকেল ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিক ডাক্তার আজিজুল হককে এই দণ্ড দেয়া হয়। সেইসাথে ওষুধ তৈরির প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার সাকরাইল এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র্যাব-১২।
র্যাব-১২’র সিপিসি-৩’র কোম্পানি কমাণ্ডার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স এভারগ্রীন ল্যাবরেটরীজ নামের ওই ওষুধ তৈরির প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ধরণের বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ, নকল লেভেল ও অনুমোদনহীন কেমিকেল পাওয়া যায়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানের মালিক ডাক্তার আজিজুল হককে ১ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেন।
এমএইচ//