বঙ্গকথন প্রতিবেদনঃ
আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। মেগা টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে মরুশহরের উদ্দেশে রওনা হলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
আজ, বুধবার সকালের বিমানেই তিনি কলকাতা থেকে আহমেবাদ উড়ে গেছেন। সেখান থেকেই দুবাইয়ের বিমান ধরবেন। ছ’মাস পর বিমান সফরের কথা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেন সৌরভ। ছবিতে দেখা যাচ্ছে, সৌরভের মুখে জোড়া মাস্ক, মাথায় ফেস গার্ড। ক্যাপশনে মহারাজ লেখেন, ‘‘ছ’মাসে এটাই আমার দুবাইয়ে প্রথম বিমান যাত্রা। আইপিএলের জন্য যাচ্ছি। জীবনযাত্রা এখন অনেকটাই বদলে গিয়েছে।’’ প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে দুবাই যাচ্ছেন বোর্ড সচিব জয় শাহও।
১৯ সেপ্টেম্বর থেকে বল গড়াচ্ছে এ বারের আইপিএলের। জৈব সুরক্ষা বলয় থেকে শুরু করে মাঠ ও হোটেলের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখার জন্যই বোর্ড প্রেসিডেন্ট ও সচিব ১০ দিন আগেই আমিরাতে পৌঁছে যাচ্ছেন। সেখানে তাঁদের ছয়দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।