বিদ্যাপীঠ প্রতিবেদন
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের দুই প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে ব্যবস্থাপনা কমিটি। শুক্রবার রাতে এই সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিয়াম মডেল স্কুল ও কলেজে ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক জিয়াউল হক। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অাশরাফুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের বিষয়টি গণমাধ্যমে প্রচারের পর জেলা প্রশাসক অভিযুক্ত প্রভাষক অাবদুল মোত্তালিব ও অাব্দুল্লাহ অাল মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছেন। অভিযোগগুলো তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম অালী বেগকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অাজিজুর রহমান এবং বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।