||খেলার মাঠ প্রতিবেদন||
মঙ্গলবার ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারায় দুই বার বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা। তবে ২০১৬ সালের পর থেকে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে একটা আত্মঘাতী গোল ছাড়া আর্জেন্টিনার দেওয়া সবগুলো গোলই ছিল লিওনেল মেসির নামে।
ম্যচের ২৪ মিনিটেই মার্সেলো মারতিন্সের গোলে এগিয়ে যায় বলিভিয়া, তখন আগের দিনের কলিজা খেয়ে ছাড়ার হুঙ্কারটা সত্যই মনে হচ্ছিল। তবে তারপর থেকে দুর্দান্তভাবে ফিরে আসে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লতারো মার্তিনেজের গোলে সমতা ফিরায় লিওনেল মেসির দল।
এরপর ম্যাচের ৭৯ মিনিটে হোয়াকিন কোরেয়ার গোলে ২-১ এগিয়ে থেকে ম্যাচ শেষ করে আকাশী-সাদার দল। আগের ম্যাচে ব্রাজিলের কাছে ৫-০ ব্যবধানে হারার পর লিওনেল মেসির দলের কাছে ২-১ গোলে হেরে বলিভিয়ার বিশ্বকাপ যাত্রায় একটা বিরতি পড়লো হয়তো।