||জেলা প্রতিবেদক, পাবনা||
পাবনার চাটমোহরে দুই কেজি গাঁজাসহ ইদ্রিস শেখ নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১২। বুধবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভার সামনে থেকে তাকে আটক করেন র্যাব সদস্যরা।

র্যাব-১২’র স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার ও গণমাধ্যম কর্মকর্তা এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, বুধবার সকাল থেকেই র্যাব-১২’র স্পেশাল কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপালপুর পৌরসভার সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলো। এসময় সেখান থেকে ২ কেজি গাঁজাসহ ইদ্রিস শেখকে আটক করা হয়।
ইদ্রিস উপজেলার মির্জাপুর কলেজ পাড়া এলাকার বাসিন্দা। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)’র সরনীর ১৯ (ক) ধারায় মামলা দায়েরের পর মাদক ও আলামতসহ তাকে চাটমোহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এমএইচ//