বঙ্গকথন প্রতিবেদন
বগুড়ায় ঘরে ঢুকে এক নারীকে খুন করে টাকা, সোনা ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে শহরের মধ্যধাওয়া পাড়া এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা চুরি ও খুনের সঙ্গে জড়িত একজনকে আটক করে পুলিশে দিয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, দুই যুবক সোমবার বিকেল ৪টার দিকে মধ্যধাওয়া পাড়া এলাকার ওই বাড়িতে ঢোকে চুরির উদ্দেশ্যে। এসময় বাড়িতে ৭০ বছর বয়সী শামসুন্নাহার ছাড়া আর কেউ ছিলেন না থাকায়। যুবকরা বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার গায়ে থাকা স্বর্নালঙ্কার, মোবাইল ও কিছু টাকা চুরি করে। বাড়ির অন্যান্য ঘরের মালমাল চুরির সময় নিহতের ছেলে মূল দরজায় ডাকাডাকি করে কোনো সারা না পেয়ে দেয়াল টপকে বাড়িতে ঢোকেন। এসময় যুবক দুজন পালিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা একজনকে আটক করেন। পরে শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
দুই যুবকের মধ্যে একজন তাহেরানকে আটক করা হয়েছে। বাকিজনকে আটকে অভিযান চলছে।