।।বঙ্গকথন প্রতিবেদন।।
গ্যাস সিলিন্ডারের ফাঁকা বোতলে ভরে ফেন্সিডিল সরবরাহ করতে গিয়ে বগুড়ায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে চাঁপাইনবাবগঞ্জের দুই মাদক কারবারি। জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল কাহালু উপজেলা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসমতে একটি গ্যাস সিলিন্ডার জব্দ করে তাদের কাছ থেকে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার বিকেলে কাহালু থানা উপজেলার বারোমাইল এলাকার গার্ডেন ফিড চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের পশ্চিম গেটের সামনে থেকে মাদক কারবারি জিলহাজ এবং তৌহিদুর রহমানকে আটক করে। তারা এলপিজি গ্যাস সিলিন্ডারের ফাঁকা বোতলে করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল বগুড়ায় এনেছিলো। তাদের দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তাদের বিরুদ্ধে কাহালু থানায় নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।