ভারতের স্বাধীনতার অন্যতম নায়ক মহাত্মা গান্ধীর এক জোড়া চশমা যুক্তরাজ্যে নিলামে ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ১ ডলার ৮৫ টাকা ধরলে ২ কোটি ৯০ লাখ টাকায় বিক্রি হয়েছে ওই এক জোড়া চশমা।
বিদেশ-বিভূঁই প্রতিবেদন
যুক্তরাজ্যের এক ব্যক্তির বাসার ড্রয়ারে প্রায় ৫০ বছর ধরে পড়ে ছিল ভারতের স্বাধীনতার নেতা মোহন দাস করমচাঁদ গান্ধীর ওই চশমা। ছয় মিনিটের টেলিফোন নিলামে যুক্তরাষ্ট্রের একজন সংগ্রাহক চশমা জোড়া কিনে নেন।
শুক্রবার রাতে ইনস্টাগ্রামে ইস্ট ব্রিস্টল অকশনসের পক্ষ থেকে লেখা হয়, ‘মাত্র চার সপ্তাহ আগেই চশমাটি আমরা পেয়েছিলাম। এক ভদ্রলোক সেটি ওখানে রেখে গিয়েছিলেন; চশমাটি গান্ধী নিজে ওই ভদ্রলোকের এক চাচাকে দিয়েছিলেন। সেই অবিশ্বাস্য উপহারটি নিলামে তুলে অবিশ্বাস্য ফল পেয়েছি আমরা!’

অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধী ওই চশমা ১৯২০ কিংবা ১৯৩০-এর দশকে, দক্ষিণ আফ্রিকায় থাকার সময় পরতেন বলে জানিয়েছে ওই অকশন হাউস।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, নিলামে চশমাটির দাম ১৯ হাজার ৬৩৪ ডলার বা ১৬ লাখ ৬৫ হাজার টাকার মতো উঠবে।