।। বঙ্গকথন ডেস্ক ।।
গাজীপুরের কালিয়াকৈরে এফবি ফুটওয়ার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাড়ইপাড়ায় এফবি ফুটওয়ারের টিনশেডের একটি কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ৬টি ইউনিট।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।