||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী, জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন। গোলাম কুদ্দুছ বলেন, নূর ভাই বৃহস্পতিবার রাতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট পান। তিনি এখন বাসাতেই আছেন।
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তিনি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য। এর আগে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আসাদুজ্জামান নূর ২০১৮ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। এছাড়াও, আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি। স্বাধীনতার পরের বছর থেকেই তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত।
এমএইচ//