||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর তার সঠিক চিকিৎসা হয়েছে কি না এই বিষয়ে প্রশ্ন ওঠায় এই অভিযোগ খতিয়ে দেখতে কিংবদন্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরDক্ষা করা হয়।
সব পরীক্ষা নিরীক্ষা শেষে টক্সিকোলোজি রিপোর্টে বলা হয়, ম্যারাডোনার শারীরিক ও মানসিক চিকিৎসার জন্যই ওষুধ দেয়া হয়েছিলো তার শরীরে কোন মাদক বা অবৈধ মেডিসিন প্রয়োগ করা হয় নি।।
এই তদন্তের প্রধান কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সান ইসিদরো জানিয়েছে হতাশা, খিঁচুনি ও পেটের পীড়ার চিকিৎসা চলছিলো ম্যারাডোনার। প্রমাণ মেলে কিডনি ও লিভারের জটিল সমস্যায়ও ভুগছিলেন তিনি। গত ২৫ নভেম্বর, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনা।
সংবাদ-সূত্র : আর্জেন্টাইন টাইমস।