||জেলা প্রতিবেদক, কুষ্টিয়া||
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা ১ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন। মঙ্গলবার দুপুরে আটক এই দুই মাদক কারবারি জেলার কুমারখালী উপজেলার বাসিন্দা।
কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামান জানান, দুপুরে কুমারখালী উপজেলার মোহন নগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি গালিম শেখ (৪৫) ও অরুন জোয়ার্দ্দার (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ১ কেজি ৩শ গ্রাম গাঁজা। মামলা দায়েরের পর তাদের কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এমএইচ//