||উপজেলা প্রতিবেদক, কাহালু (বগুড়া)||
তৃতীয় ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হবে কাহালু পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। তফশিল অনুযায়ী এরইমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন এই পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা। মঙ্গলবার পর্যন্ত এসব পদে ৩৬ জন প্রার্থী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, এবারের নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন প্রার্থী হবার জন্য এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে মেয়র পদে বর্তমান মেয়র হেলাল উদ্দিন কবিরাজ ও পৌর কাউন্সিলর বিএনপি নেতা ফেরদাউস আলম মঙ্গলবার তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচন কার্যালয় থেকে।
আগামী ত৩১ ডিসেম্বর পর্যন্ত এই পৌরসভার নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই এবং ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা শেষে কাহালু পৌরসভায় ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।
উপজেলা//এমএইচ