||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার এই দুই উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে চার বছর বয়সী এক শিশু এবং মোটরসাইকেল চালক।
নন্দীগ্রাম থানার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, শুক্রবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে রাস্তার ধারে খেলা করছিলো কয়েকজন শিশু। এ সময় রাস্তা ধরে যাওয়া একটি ব্যাটারিচালিত একটি ধানবোঝাই অটো জাহিদ হাসান (৪) নামের এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি আটক করেছে পুলিশ।
এদিকে, সকালে কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন রিপন নামের একজন মোটরসাইকেল চালক। পুলিশ জানিয়েছে, সকালে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে একটি দ্রুতগ্রামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন। তারা বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়।
এমএইচ//