||উপজেলা প্রতিবেদক, কাহালু (বগুড়া)||
মঙ্গলবার কাহালু উপজেলা হলরুমে উপজেলা ইউএনএফপিএ এর সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী পরিচালক শহিদুল ইসলাম।
কর্মশালায় অংশ নেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রওশন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিমা আকতার, তথ্য অফিসার মরিয়ম আকতার, কাহালু প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান তানসেনসহ এনজিও প্রতিনিধিরা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউএনএফপিএ-এর কনসালটেন্ট রাজিয়া রহমান ও জেলা ফ্যাসিলিটেটর তানজিনা আকতার।
উপজেলা//এমএইচ//