||উপজেলা প্রতিবেদক, কাহালু (বগুড়া)||
বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কাহালু উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অনন্য সাফল্যের জন্য ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনাসভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রওশন আরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তানজিমা আক্তার।
উপজেলা//এমএইচ//