||উপজেলা প্রতিবেদক, কাহালু (বগুড়া)||
কাহালু খাদ্য গুদামে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার এই সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাছুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুণ্ডু, কাহালু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অঞ্জন কুমারসহ স্থানীয় চাতাল মালিকবৃন্দ।
চলতি আমন মৌসুমে কাহালু উপজেলার কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১ হাজার ১৯৩ মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে ৩৭ টাকা কেজি দরে ২ হাজার ৯০৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
উপজেলা-এমআরটি//এমএইচ//