।।বিদেশ-বিভূঁই প্রতিবেদন।।
কানাডার কিবেক শহরে তরবারি দিয়ে কুপিয়ে দুজন মানুষকে খুন করেছে এক ব্যক্তি। তার পরনে ছিলো মধ্যযুগীয় কায়দার পোশাক। এ হামলায় আরো কমপক্ষে পাঁচজন আহতও হয়েছে। পুলিশ এ ঘটনার পরে মধ্য কুড়ির এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে ওল্ড কিবেক এলাকায়। পুলিশ এলাকাবাসীকে ঘরে থাকবার অনুরোধ জানিয়েছে।
স্থানীয় সময় রাত সাড়ে দশটার কিছু পরে পার্লামেন্ট হিল এলাকায় প্রথম হামলার খবর আসে। গ্রেফতারকৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনার পর সংবাদদাতারা টুইটারে ছবি প্রকাশ করে বলছেন, কিবেকের পার্লামেন্ট ভবনের সামনে পুলিশের চেকপোস্ট বসানো হয়।