||বঙ্গকথন প্রতিবেদন||
সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে বগুড়ায় ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজার সঞ্চালনায় সচেতনতামূলক আলোচনাসভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু, বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু।
এসময় বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে আরো বেশি সতর্ক হবে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে যেমন বের হওয়া যাবে না, তেমনি করোনা প্রতিরোধে প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা থেকে করোনা সচেতনায় লিফলেট এবং মাস্ক বিতরণ করেন কর্মকর্তারা।
এমএইচ//