বঙ্গকথন প্রতিবেদন
‘বাংলাদেশে গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অবলীলায় ঘটে যাচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আর কতকাল, কত দিন আমরা এভাবে চোখের অশ্রু ফেলব?’
বুধবার বিকালে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘এনফোর্স ডিজঅ্যাপিয়ারেন্স- এটা একটা মানবতার বিরুদ্ধে অপরাধ। দিস এ ক্রাইম অ্যাগেইনস্ট হিউমিনিটি- জাতিসংঘের চার্টারে সেটা আছে। অথচ সেটা এখানে (বাংলাদেশ) অবলীলায় ঘটে যাচ্ছে। যখন দেখি যে, সেনাপ্রধান আর পুলিশ প্রধান দুজনে পাশাপাশি বসে প্রেস কনফারেন্স করেন, মেজর সিনহার গুলির পরে। বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কার কাছে যাব? কোথায় যাব? কী বলব?’
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির গুম-বিচারবর্হিভূত হত্যার শিকার নেতাকর্মীদের ৪০টি পরিবারকে সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ-সূত্র : জাগো নিউজ