ওবায়দুল কাদেরকে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে বললেন আলাল

0 513

রাজ-কথন প্রতিবেদন

‘বাংলাদেশে কখন কী ঘটে বলা যায় না’-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, কীসের আতঙ্কে কী কারণে এ রকম ভয়ঙ্কর কথা বললেন? কারা ষড়যন্ত্রকারী, কারা যেকোনো মুহূর্তে যেকোনো ঘটনা ঘটাতে পারে। তাদের মুখোশ উন্মোচন করেন, জাতি জানতে চায়।

শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) উদ্যোগে জিসাসের প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান আব‌ুল হাশেম রানার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘নির্বাচন কমিশন তার যে কার্যক্ষমতা সেই ক্ষমতাটা দিয়ে দিচ্ছে সরকারের হাতে। অর্থাৎকিছু মানুষ আছে দায়িত্ব পালন করে জীবন সার্থক মনে করে, আর কিছু মানুষ আছে শুধু ভোগ করবে, দায়িত্ব পালন করবে না। অথর্ব যাদেরকে বলে, এটা হচ্ছে অথর্ব নির্বাচন কমিশন।’

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More