||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু মাস্টারের দ্রুত রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বুধবারা তারা এই যুক্তবিবৃতি দেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল জানান, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন দুলু মাস্টার কিডনি সংক্রান্ত রোগে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, সংসদ সদস্য সাহাদারা মান্নান সম্প্রতি করোনাভাইরাস কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসা নিচ্ছেন। যুক্তবিবৃতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এমএইচ//