||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
সম্প্রতি শ্রী লঙ্কান কিনবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এতে তাঁর অভিনয় করবেন দক্ষিনের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। সিনেমাটির পোস্টার রিলিজ হয়েছে। পোস্টারে সেতুপতিকে দেখে মুরালি থেকে পার্থক্য করার উপায় নেই দর্শক হিসেবে। আপনারাই বিচার করুন কেমন মানিয়েছে বিজয়কে।