||জেলা প্রতিবেদক, পাবনা||
পাবনার ঈশ্বরদী উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাব-১২। র্যাবের পাবনা সিপিসি-২’র একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার রাতে সোহাগ আলী (২৩) নামের ওই অস্ত্র কারবারিকে আটক করে।

পাবনা সিপিসি-২’র ভারপ্রাপ্ত কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ঈশ্বরদী উপজেলার মিরকামারী এলাকার বাসিন্দা সোহাগ আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনা করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় এক রাউন্ড গুলিসমেত একটি বিদেশী রিভলবার জব্দ করা হয় সোহাগের কাছ থেকে। এই যুবক বেশ কিছুদিন ধরে নিজের কাছে থাকা অবৈধ অস্ত্র দেখিয়ে এলাকার মানুষকে ভীতি প্রদর্শন করছে আসছিলো।
এই কর্মকর্তা আরো জানান, সোহাগ অস্ত্র দেখিয়ে বিভিন্ন অপকর্ম করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাদের কাছে। ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা//এমএইচ